ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় মনোয়ারা বেগম (৫৫) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। 

সোমবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার সোনারামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

এসময় আহত হয়েছেন আরো তিনজন।

তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।  

নিহত মনোয়ারা বেগম উপজেলার যাত্রাপুর এলাকার নান্নু মিয়ার স্ত্রী।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বাংলানিউজকে জানান, সকালে আশুগঞ্জ রেলগেট এলাকা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা উপজেলার দূর্গাপুর এলাকায় যাচ্ছিল। পথে সোনারামপুর এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা মনোয়ারা মারা যান। এসময় আহত হন আরো তিন যাত্রী।  

তিনি আরো জানান,  দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। কাভার্ড ভ্যানের চালক ও তার সহযোগিকে আটক করা হলেও অটোরিকশার চালক পালিয়ে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।