ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহেশখালীর দুর্ধর্ষ সন্ত্রাসী সরওয়ার অস্ত্রসহ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
মহেশখালীর দুর্ধর্ষ সন্ত্রাসী সরওয়ার অস্ত্রসহ গ্রেফতার

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীর দুর্ধর্ষ সন্ত্রাসী সরওয়ারকে (৩৫) ৩টি দেশীয় বন্দুক ও ২০ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টায় উপজেলার হোয়ানকের বড়ছড়া গ্রামে বড়ছড়া ব্রিজ থেকে তাকে গ্রেফতার করা হয়।

সরওয়ার একই গ্রামের ইজ্জত আলীর ছেলে।

তার বিরুদ্ধে মহেশখালী থানায় চাঁদাবাজি, অস্ত্র, নারী নির্যাতন ও মারামারি আইনে ৮টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরওয়ারকে ধরতে বড়ছড়া গ্রামে যায় পুলিশ। এসময় সে পাহাড়ে উঠে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে ব্রিজের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ছোট বন্দুক ও পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও ২টি বড় বন্দুক উদ্ধার করা হয়।

মহেশখালী থানার ওসি প্রদ্বীপ কুমার বাংলানিউজকে বলেন, আটকের বিরুদ্ধে অস্ত্র ও পুলিশ অ্যাসল্ট আইনে পৃথক দু’টি মামলা দায়ের করে সোমবার (২৭ আগস্ট) আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
টিটি/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।