ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে নৈশকোচ উল্টে নিহত ১, আহত ২০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
রাজশাহীতে নৈশকোচ উল্টে নিহত ১, আহত ২০

রাজশাহী: রাজশাহীর বেলপুকুর বিজিবি চেকপোস্টের কাছে 'রূপা এন্টারপ্রাইজ' নামের ঢাকাগামী একটি নৈশকোচ উল্টে একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। 

রোববার (২৬ আগস্ট) দিনগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।  

খবর পেয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম আমিনুল ইসলাম (৩০)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, ওই যাত্রী বাসের নিচে চাপা পড়েছিলেন। ঘটনাস্থল থেকে ১৮ থেকে ২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের দু’টি গাড়িতে করে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফরহাদ হোসেন আরও বলেন, রূপা এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-গ-১১-১৩৪৯) নামের ওই নৈশকোচটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকেন রাজশাহী হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি পুঠিয়ার বেলপুকুর বিজিবি চেকপোস্ট পার হতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার বাম পাশে পড়ে যায়। এতে যাত্রীরা আহত হন।

এদিকে রাজশাহী শিবপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধারকাজে ফায়ার সার্ভিসকে পুলিশ সহায়তা করছে।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এসএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।