ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে বাস খাদে পড়ে আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
টাঙ্গাইলে বাস খাদে পড়ে আহত ২৫

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঘারিন্দা এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে ২৫ জন আহত হয়েছেন। 

রোববার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

টাঙ্গাইলের ট্রাফিক পুলিশের সার্জেন্ট কাউসার আহমেদ বাংলানিউজকে জানান, রাতে জামালপুর থেকে চট্টগ্রামগামী বিপুল পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ঘারিন্দা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এতে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

এসময় বাসের প্রায় ২৫ জন যাত্রী আহত হন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৭/৮ জনের অবস্থা আশংকাজনক।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।