ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লা সিভিল সার্জন অফিসে দুদকের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
কুমিল্লা সিভিল সার্জন অফিসে দুদকের অভিযান

কুমিল্লা: বিদেশগামী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার ছাড়পত্র দিতে অবৈধভাবে বাড়তি ফি নেওয়া হচ্ছে- দুদকের হটলাইনে (১০৬) এমন অভিযোগ পেয়ে কুমিল্লা সিভিল সার্জন অফিসে অভিযান চালিয়েছে দুনীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৬ আগস্ট) অভিযোগের সত্যতা যাচাইয়ে দুদকের সহকারী পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে দুই সদস্যের একটি টিম কুমিল্লা সিভিল সার্জন অফিসে আসেন এবং দুর্নীতি প্রতিরোধে জেলা সিভিল সার্জনকে নির্দেশনা দিয়ে যান।

দুদক সূত্র জানায়, অভিযোগের সত্যতা যাচাইয়ে দুদকের সহকারী পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে দুই সদস্যের একটি টিম কুমিল্লা সিভিল সার্জন অফিসে যান।

সেখানে জানা যায়, সিভিল সার্জন অফিসে আগত শ্রমিকদের স্বাস্থ্য সনদ পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু টেস্ট করানো বাধ্যতামূলক। কিন্তু শ্রমিকরা বেসরকারি হাসপাতাল থেকে টেস্ট করাতে বাধ্য হচ্ছেন। দুদক টিমের উপস্থিতিতে কুমিল্লা জেলা সিভিল সার্জন এক সপ্তাহের মধ্যে এসব দুর্নীতি বন্ধে ব্যবস্থা নেবেন বলে জানান।

এ বিষয়ে কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. মজিবুর রহমান বাংলানিউজকে বলেন, ১০৬ নম্বরে একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদক কর্মকর্তারা এখানে উপস্থিত হন। তারা অভিযোগের ভিত্তিতে জানান, মেডিনোভা নামে একটি প্রাইভেট হাসপাতাল প্যাথলজি পরীক্ষায় বেশি টাকা নিচ্ছে। আমি তাদের আশ্বস্ত করেছি এক সপ্তাহের মধ্যে সব প্যাথলজি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার নির্ধারিত ফি’র চেয়ে বেশি নেওয়া হচ্ছে কিনা সে ব্যাপারে তদন্ত করবো। এছাড়া দুদকের টিম আরো জানতে চেয়েছে, বিদেশগামী শ্রমিকরা কোনো দালালের খপ্পরে পড়ছে কিনা? আমি তাদের বলেছি এখানে কোনো দালালের অস্তিত্ব নেই। এ বিষয়ে আমাদের নজরদারি রয়েছে।

সিভিল সার্জন আরো বলেন, সরকারি অফিসে কয়েকটি টেস্ট করানো যায়, বাকিগুলো প্রাইভেট হাসপাতালে করতে হয়। সেখানেই মূলত হয়রানির শিকার হন বিদেশগামী শ্রমিকরা। আমরা এসব প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে তদন্ত শুরু করেছি।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।