ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কুতুবপুর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। 

রোববার (২৬ আগস্ট) বিকেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুরে একটি ডিমের আড়তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

পরে আগুন ছড়িয়ে পড়ায় ডিমের আড়তের পাশে মোহাম্মদিয়া ভ্যারাইটিজ স্টোরেও আগুন লেগে যায়।  

মোহাম্মদিয়া ভ্যারাইটিজ স্টোরের মালিক নূরুল ইসলাম দাবি করেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দোকানের নগদ টাকা, টিভি ফ্রিজ ও আসবাবপত্রসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।  

ডেমরা ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
এএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।