ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাড়াটিয়া সেজে বাসা লুট, ঢামেকে অচেতন দম্পতির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
ভাড়াটিয়া সেজে বাসা লুট, ঢামেকে অচেতন দম্পতির মৃত্যু সাহেরা খাতুন ও আব্দুস সাত্তার, ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় ভাড়াটিয়া সেজে বাসায় ঢুকে দম্পতিকে অচেতন করে মালামাল লুট করে নিয়ে গেছে কয়েকজন নারী। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- সাহেরা খাতুন (৬০) ও তার স্বামী আব্দুস সাত্তার (৭৫)।

রোববার (২৬ আগস্ট) বিকেলে ডেমরার সারুলিয়া এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

 

এ দম্পতির ছেলে মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার (২৫ আগস্ট) কয়েকজন নারী বাসা ভাড়ার কথা বলে বাসায় আসেন। রোববার সকালে আমি কর্মস্থলে চলে যাই। আমার স্ত্রী-সন্তান ঈদের আগেই গ্রামের বাড়িতে গেছে। বাসায় বাবা-মা’ই ছিলেন।

এ ঘটনায় খবর শুনে বাসায় এসে দেখি দু’জনেই অচেতন অবস্থায় পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে প্রতিবেশীদের সহযোগিতায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রথম মা’কে মৃত ঘোষণা করেন। পরে কিছুক্ষণ পড়ে বাবাও মারা যান।

প্রতিবেশীদের বরাদ দিয়ে তিনি আরও জানান, বিকেলে ৪/৫ জন নারী বাসায় আসে। তারা বাবা-মা’র মাথায় মেহেদী দিয়ে দেন। তারা অনেক সময় বাসায় অবস্থান করেছিলেন। পরে বাসা নিরব দেখে প্রতিবেশীরা ডাক নিতে গিয়ে দেখেন দু’জনেই অচেতন অবস্থায় পড়ে আছেন। বাসার ভেতরের মালামাল এলোমেলো হয়ে আছে।  

তবে, বাসা থেকে কি কি খোয়া গেছে বিস্তারিত জানাতে পারেননি আমিনুল।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে জানানো যাবে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad