ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাতে বন্ধ থাকবে ফেরি চলাচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
রাতে বন্ধ থাকবে ফেরি চলাচল কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় বন্ধ থাকবে ফেরি সার্ভিস

মাদারীপুর: নাব্যতা সংকট নিরসনে ড্রেজিং কাজ চলমান থাকায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকবে। 

রোববার (২৬ আগস্ট) রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে বলে বাংলানিউজকে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, নাব্যতা সংকটের কারণে গত শুক্রবার থেকে ফেরি চলাচল ব্যহত হচ্ছে।

রোববার সকাল থেকে ছোট ফেরিগুলো হালকা যানবাহন নিয়ে চলাচল করলেও রাতে খনন কাজের জন্য দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে জানান, রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত সব ফেরি চলাচল বন্ধ থাকছে। পরিবহনগুলোকে ভিন্ন রুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।