ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঁঠালিয়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
কাঁঠালিয়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা থেকে পাখি আক্তার (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর চেচরী গ্রামের চোকদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পাখি আক্তার ওই গ্রামের মৃত মোসলেম উদ্দীন হাওলাদারের মেয়ে ও উত্তর চেচরী দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়িতে মা ও মেয়েই থাকতেন। সকালে মেয়েকে বাড়িতে একা রেখে মা বাহিরে যান। ফিরে এসে ভেতর দিয়ে ঘরের দরজা আটকানো দেখে তিনি ডাকাডাকি করেন। এতে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশী এক ছেলেকে জানালা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করালে পাখিকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় সে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার বাংলানিউজকে জানান, ওই কিশোরী দাখিল পরীক্ষায় রেজাল্ট খারাপ করার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলো। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশের এ কর্মকর্তা।

বাংলা‌দেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।