ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল শুরু

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগর রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-ভৈরব রুটে ময়মনসিংহ থেকে ভৈরবগামী মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়।

ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

গৌরীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, চলাচল বন্ধ

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী টাউন সাব ইন্সপেক্টর (এটিএসআই) রেজাউল করিম বাংলানিউজকে জানান, উদ্ধারকারী রিলিফ ট্রেন উদ্ধারের পর ব্রাহ্মণবাড়িয়ার কসবার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর মাধ্যমে চার ঘণ্টা পর ময়মনসিংহ -ভৈরব রুটে ট্রেন চলাচল শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, আগস্ট  ২৬, ২০১৮
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।