ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩ আটক তিন মাছ শিকারী

বাগেরহাট: সুন্দরবনে বিষ (কীটনাশক) দিয়ে মাছ শিকারের সময় তিন জনকে আটক করেছে বনবিভাগ। এসময় তাদের কাছ থেকে এক বোতল কীটনাশক, ১০ কেজি বিষ মিশ্রিত মাছ, একটি জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে।

শনিবার (২৫ আগস্ট) সকালে বনের শ্যালা নদীর হরিণটানা এলাকায় মাছ ধরার সময় তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আলতাফ হোসেন (২৫), জামাল হাওলাদার (২৭) ও আলাউদ্দিন হাওলাদার (৩০)।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সকালে শ্যালা নদীতে বিষ দিয়ে মাছ ধরার সময় ওই তিন জনকে হাতেনাতে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ  সময়:  ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।