ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালীগঞ্জে মাদকসহ একই পরিবারের ৪ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
কালীগঞ্জে মাদকসহ একই পরিবারের ৪ সদস্য আটক

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ১৫০ বোতল ফেনসিডিলসহ একই পরিবারের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উত্তর বালাপাড়া গ্রামের মাদকবিক্রেতা বদরউদ্দিন ওরফে কান্দুরা ডাকাত (৬০), তার ছেলে জরিফুল ইসলাম (৩০), পুত্রবধূ জরিফুলের স্ত্রী চায়না বেগম (২৩), আরেক পুত্রবধূ আরিফুলের স্ত্রী রুমি বেগম (২৩)।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদল কুমার মন্ডল বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার কুখ্যাত মাদকবিক্রেতা বদরউদ্দিন ওরফে কান্দুরা ডাকাত বাড়িতে মাদক মজুদ করে বিক্রি করেছে। পরে ওই বাড়ি ঘিরে পুলিশ তল্লাশি চালায়। এসময় মাটির নিচে পুতে রাখা অবস্থায় একটি ড্রাম থেকে ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই বাড়ির চার সদস্যকে আটক করা হয়েছে।

লালমনিরহাটের সিনিয়র সহকারী পুলিশ সুপার(বি-সার্কেল) শহীদ সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।