ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাব্যতা সংকটে কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল ব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
নাব্যতা সংকটে কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল ব্যাহত কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

মাদারীপুর: নাব্যতা সংকটের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বন্ধ রয়েছে রোরো ও ডাম্প ফেরি চলাচল। শুধুমাত্র কে-টাইপ ও মিডিয়াম ছয়টি ফেরি চলছে।

শনিবার (২৫ আগস্ট) সকালে বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে বিষয়টি জানান।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, ঈদের দুই সপ্তাহ আগে নাব্যতা সংকট চরম আকার ধারন করায় প্রথম দিকে সকল ফেরি চলাচল বন্ধ ছিল।

পরে শুধুমাত্র ছোট ফেরি চলাচল শুরু করে। নাব্যতা সংকট ফিরিয়ে আনতে খননকাজ চালিয়ে ঈদের তিন/চারদিন আগে সকল ফেরি চলাচল স্বাভাবিক হয়। ঈদের পর ফের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেল মুখে ফের দেখা দিয়েছে নাব্যতা সংকট। শুক্রবার রাতে সকল ফেরি চলাচল বন্ধ ছিল। তবে শনিবার (২৪ আগস্ট) সকাল থেকে শুধুমাত্র কে-টাইপ ফেরিগুলো চলছে।  

এদিকে, ঈদের শেষে মানুষ রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে। রোববার (২৬ আগস্ট) থেকে রাজধানীতে ফেরার ঢল নামবে এ নৌরুটে। এর মধ্যে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় দুর্ভোগ বাড়বে যাত্রীদের এমন আশঙ্কা করছেন ঘাট সংশ্লিষ্টরা।

বিআইডব্লিউটিএ’র  শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহম্মদ আলী বাংলানিউজকে বলেন, কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটের ফেরি চলাচলের অবস্থা ভালো নয়। রোরো ও ডাম্প ফেরি বন্ধ রয়েছে। নাব্যতা সংকট আবারো দেখা দিয়েছে।

কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে বলেন, নাব্যতা সংকটের কারণে সকাল থেকে শুধুমাত্র কে-টাইপ ফেরি অল্প যানবাহন নিয়ে চলাচল করছে।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad