ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে রেলওয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
সৈয়দপুরে রেলওয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে আলী খানদান (২২) নামে এক রেলওয়ে পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের সৈয়দপুর সদর দফতরের পুলিশ লাইনের অস্থায়ী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আলী খানদান গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা সদরের পুরান লক্ষ্মীপুর গ্রামের আনছার আলীর ছেলে।

রেলওয়ে পুলিশ সূত্র জানায়, পুলিশ লাইনে অস্থায়ী ক্যাম্পে আলী খানদানসহ প্রায় ২০ জন পুলিশ সদস্য ট্রেনিংয়ের জন্য অবস্থান করছিলেন। ঈদ উপলক্ষে সদস্যরা ক্যাম্প ছেড়ে নিজ নিজ বাসায় চলে যান। বৃহস্পতিবার বিকেলে ঈদের ছুটি শেষে আলী খানদান ক্যাম্পে একাই ফেরত আসেন। দুপুরে খাবার খেয়ে তিনি ক্যাম্পে চলে যান। পরে বিকেল সাড়ে ৪টার দিকে গলায় গামছা পেচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।  

সৈয়দপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) তাজ উদ্দিন খন্দকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।