ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে ঈদের নামাজ আদায় করলেন আসাদুজ্জামান নূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
নীলফামারীতে ঈদের নামাজ আদায় করলেন আসাদুজ্জামান নূর ঈদের নামাজ আদায় করলেন আসাদুজ্জামান নূর

নীলফামারী: উৎসাহ উদ্দীপনা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে নীলফামারীতে পবিত্র ঈদুল আজহা পালন করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকাল সোয়া ৮টায় নীলফামারী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে নামাজ আদায় করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

নামাজে ইমামতি করেন নীলফামারী হাফিজিয়া মাদ্রাসার হাফেহ মঞ্জুরুল ইসলাম।

নামাজের আগে ঈদ শুভেচ্ছা জানান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।

এর আগে, সকাল ৮টায় পুলিশ লাইন্স মাঠে জেলার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নামাজ আদায় করেন।

এছাড়াও শহরের উল্লেখযোগ্য ঈদগাহ ময়দানের মধ্যে সার্কিট হাউজ ঈদগাহ, বারইপাড়া নতুন জামে মসজিদ ঈদগাহ, কুখাপাড়া ধনীপাড়া ঈদগাহ, জোড়দরগা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় এবং কলেজ স্টেশন ঈদগাহ ও গাছবাড়ি ঈদগাহ ময়দানে পৌনে ৯টায় ঈদের অপর জামাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।