ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এতিমদের সঙ্গে খাবার খেলেন নীলফামারী জেলা প্রশাসক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এতিমদের সঙ্গে খাবার খেলেন নীলফামারী জেলা প্রশাসক খাবার বিতরণ করছেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন

নীলফামারী: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলা সরকারি শিশু সদন, কারাগার, হাসপাতাল এবং ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে খাবার পরিবেশন করেন নীলফামারী জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।

বুধবার (২২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন ঈদের আনন্দ এতিম শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে শিশু পরিবারে গিয়ে একসঙ্গে খাবার খান।

নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন বাংলানিউজকে জানান, এসব ছেলে-মেয়েরা আমার সন্তানতুল্য।

ঈদে সন্তানদের সময় দেয়াটা সকল মা-বাবার কর্তব্য। তাদের খোঁজ নেওয়াটা দায়িত্বের মধ্যেই পড়ে।

এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন ভুইয়া, নীলফামারী কারাগারের জেলার সফিকুল আলম, সার্ক চেম্বারের সদস্য ইঞ্জিনিয়ার এসএম সফিকুল আলম ডাবলু, আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আসাদ আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।