ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঠাকুরগাঁওয়ে চাচার হাতে ভাতিজি খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
ঠাকুরগাঁওয়ে চাচার হাতে ভাতিজি খুন

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলায় ভাতিজি বনবাসী বর্মনকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে চাচা ধর্ম বর্মন।

মঙ্গলবার (২১ আগস্ট) সকালে উপজেলার জগন্নাথপুরের সরকার পাড়ায় এ ঘটনা ঘটে। বনবাসী ওই গ্রামের শুকানো বর্মনের স্ত্রী।

 

নিহত বনবাসীর স্বামী জগেশ বর্মন বাংলানিউজকে জানান, ভোরে ঘর থেকে বেরিয়ে স্বামী-স্ত্রী পাশের একটি বাঁশঝাড়ের নিচে বসে ছিলেন। এসময় ধর্ম বর্মন দা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে বনবাসী ঘটনাস্থলেই মারা যান এবং জগেশ ও তার ছেলে গৌবর গুরুতর আহত হন।

ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দৌলা বাংলানিউজকে জানান, এ ঘটনায় ধর্ম বর্মনকে আটক করা হয়েছে। বনবাসীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।