ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে ৮ জন নিহত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে ৮ জন নিহত

নরসিংদীর বেলাবোর নয়াকান্দি নামক স্থানে বাস-লেগুনা সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই লেগুনার যাত্রী।

প্রাথমিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে ভৈরব থেকে ঢাকার মহাখালীগামী ‘ঢাকা বস’ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে লেগুনার চালকও রয়েছেন।  

আহতদের জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, রোববার (১৯ আগস্ট) রাতেও একই এলাকায় একটি দুর্ঘটনা ঘটে।  

ফাঁকা রাস্তায় বাসের বেপরোয়া গতিকে দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে মনে করছেন ওসি জাবেদ মাহমুদ।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮/আপডেট: ২১২৫ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।