ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাতারকে হারানোয় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
কাতারকে হারানোয় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা: এশিয়ান গেমস ফুটবলে কাতারকে হারিয়ে প্রথমবারের মত শেষ ষোলতে জায়গা করে নেওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৯ আগস্ট) এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়।

এদিন সন্ধ্যায় ইন্দোনেশিয়ার জাকার্তায় বেকাসির প্যাট্রিয়ট চন্দ্রভাগা স্টেডিয়ামে কাতারকে ১-০ গোলে হারিয়ে দেয় বাংলাদেশ।

আগের ম্যাচে থাইল্যান্ডের সঙ্গে ড্র ও এই ম্যাচে জয়ের ফলে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান গেমসের নকআউট পর্বে ওঠার যোগ্যতা অর্জন করে।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।