ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে চাপ বেড়েছে মিয়ানমারের ওপর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
রোহিঙ্গা ইস্যুতে চাপ বেড়েছে মিয়ানমারের ওপর

ঢাকা: রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বেড়েছে বলে মনে করছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। জাতিসংঘ সাধারণ পরিষদের আগামী অধিবেশনেও রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্বনেতারা আলোচনা তুলবেন বলে আশাবাদী তিনি। 

রোববার ( ১৯ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র সচিব তার এ অভিমত প্রকাশ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শহীদুল হক বলেন, মিয়ানমারের বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও দুইটি ইউনিটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

এর আগেও রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য দেশটির ওপর চাপ দিয়েছে বিভিন্ন দেশ। এসবের মধ্যে দিয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বেড়েছে।

আরেক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব বলেন, আগামী জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রস্তুতি চলছে। জাতিসংঘ অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্বনেতারা বক্তব্য রাখবেন।

রোহিঙ্গা চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের প্রস্তুতি জানতে চাইলে শহীদুল হক বলেন, কোনো চ্যালেঞ্জ সমাধানের অযোগ্য নয়। সদিচ্ছা থাকলে সব চ্যালেঞ্জ থেকে উত্তরণ করা যায়। আমরা সেই অনুযায়ী কাজ করছি।

রাখাইন সফরে গিয়ে সেখানের অবস্থা কেমন দেখেছেন- এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, রাখাইনে উন্নয়নের উদ্যোগ দেখেছি। রোহিঙ্গাদের ফেরাতে আমরা খুবই আশাবাদী।

মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে দেশটির রাখাইন রাজ্য থেকে বিভিন্ন সময়ে রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। গত বছরের মাঝামাঝি সময়ে সেখানে রীতিমত ‘জাতিগত নিধনযজ্ঞ’ শুরু হলে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়। সবমিলিয়ে এ সংখ্যা ১১ লাখের বেশি বলে জানাচ্ছে বিভিন্ন সংস্থা। বাংলাদেশসহ বিশ্ব সম্প্রদায় বরাবরই রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক স্বীকৃতি দিয়ে তাদের ফিরিয়ে নিতে চাপ দিয়ে আসছে।

বাংলাদশে সময়: ১৮৪৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
টিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।