ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘিওরে গরুবোঝাই ট্রলার ডুবি, নিখোঁজ ২৭ গরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
ঘিওরে গরুবোঝাই ট্রলার ডুবি, নিখোঁজ ২৭ গরু

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার ধলেশ্বরী নদীতে গরুবোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় সাতটি জীবিত উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত ২৭টি গরু ও ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করা সম্ভব হয়নি।

রোববার (১৯ আগস্ট) সকালে ১০টার দিকে ট্রলার ডুবির ঘটনা ঘটে।

ট্রলারের মাঝি দাউদ হোসেন জানান, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি এলাকার ঘাট থেকে কয়েকজন ব্যাপারী ৩৪টি গরু নিয়ে মিরপুর হাটে যাচ্ছিলেন।

নদীপথে ঘিওর সরকারি কলেজের পাশে ব্রিজের পিলারের সঙ্গে ট্রলারটি ধাক্কা লেগে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে সাতটি গরু জীবিত উদ্ধার করা হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ গরুগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

তবে দুপুর আড়াইটা পর্যন্ত ডুবে যাওয়া ট্রালারটি খুঁজে পাওয়া যায়নি বলে জানান ওসি রবিউল।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
কেএসএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।