ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
মেহেরপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

মেহেরপুর: মেহেরপুর শহরের ক্যাশবপাড়ায় গুলশান আরা (৩৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছেন তার স্বামী মাহিরুল ইসলাম। 

রোববার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর মাহিরুলকে আটক করেছে পুলিশ।

 

পুলিশ জানায়, সকালে ক্যাশবপাড়ায় ভাড়া বাসায় মাহিরুল ও তার স্ত্রী গুলশান আরার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে গুলশান আরাকে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন মাহিরুল। এরপর মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালে ফেলে রেখে থানায় গিয়ে সাধারণ ডায়েরি করতে গেলে তার কথা-বার্তায় সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।  

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মেহেদী হাসান বাংলানিউজকে জানান, আটক মাহিরুল পুলিশের কাছে স্ত্রী হত্যার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ