bangla news

২৪ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৮-১৯ ৩:২২:১৭ এএম
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। ছবি: বাংলানিউজ

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে কোরবানি সংক্রান্ত বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

রোববার (১৯ আগস্ট) দুপুরে কোরবানির বর্জ্য দ্রুত ব্যবস্থাপনার লক্ষ্যে পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে সমন্বয় ও মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

মেয়র বলেন, এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা গত তিন বছর কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছি। আপনাদের সহায়তায় এবারও আমরা নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করতে পারবো।
        
এবার ডিএসসিসি এলাকায় পশু জবাইয়ের জন্য ৬০২টি স্থান নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত স্থানে পশু কোরবানি করতে সবার প্রতি আহ্বান তিনি।

নগরবাসীর উদ্দেশে সাঈদ খোকন বলেন, আপনাদের কাছে অনুরোধ নির্ধারিত স্থানে পশু কোরবানি করুন। তাহলে বর্জ্য অপসারণ করা সহজ হবে। দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রায় দুই লাখ ব্যাগ সরবরাহ করা হবে।

‘আপনাদের কাছে এসব ব্যাগ পৌঁছে দেওয়া হবে। কেউ না পেলে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর অফিসে বা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার অফিসে যোগাযোগ করবেন। এরপরেও যদি কোথাও কোরবানির বর্জ্য থাকতে দেখা যায় তাহলে আমাদের হট লাইন নম্বর ০৯৬১১০০০১১১ ফোন করুন, আমাদের পরিচ্ছন্নতাকর্মী চলে যাবে আপনার বাসায়।’

বৃষ্টির পানি জমে থাকে এমন জায়গায় কোরবানি না করতে পরামর্শ দেন মেয়র। পানি জমে থাকা জায়গায় কোরবানি করলে পানিতে রক্ত এবং ময়লা-আবর্জনা জমে পরিবেশ নষ্ট করে। দেখতেও খুব খারাপ লাগে।

সভায় আরও বক্তব্য রাখেন- ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমডোর জাহিদ হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শেখ সালাহ উদ্দিন প্রমুখ।

বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির ৫ হাজার ২০০ কর্মী নিয়োগ থাকবেন। ঈদের দিন দুপুর ২টায় মেয়র পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর থেকে শুরু হবে কোরবানি বর্জ্য অপসারণের কাজ। বর্জ্য অপসারণের পাশাপাশি পানি ছিটিয়ে রক্ত ধুয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮, আপডেট: ১৪৩০ ঘণ্টা
এসএম/আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন :   কোরবানি কোরবানির চামড়া ঈদুল আজহা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2018-08-19 03:22:17