ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুই-একদিনের মধ্যেই নাব্য সংকট নিরসন হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
দুই-একদিনের মধ্যেই নাব্য সংকট নিরসন হবে কাঁঠালবাড়ী দুই নম্বর ফেরিঘাট ঘুরে দেখেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। ছবি-বাংলানিউজ

মাদারীপুর: নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, আগামী দুই-একদিনের মধ্যেই কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের নাব্য সংকট নিরসন হবে।

পদ্মায় তীব্র স্রোতের কারণে ড্রেজিং কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারপরও খনন কাজ চলছে।

নদীতে আটটি ড্রেজার রয়েছে। নতুন ২৬ ইঞ্চি একটি ড্রেজার যোগ হয়েছে। নৌরুটের এ সমস্যা শিগগিরই নিরসন হবে বলে আশা করি, যোগ করেন মন্ত্রী।

শনিবার (১৮ আগস্ট) বিকেলে কাঁঠালবাড়ী দুই নম্বর ফেরিঘাটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, নদীতে পানি বাড়লে স্রোতও বাড়ে। আর স্রোতের কারণে পলি এসে ভরাট হচ্ছে নৌরুটের বিভিন্ন স্থানে। ফলে সমস্যা কিছুটা হবেই। তবুও আমরা ভবিষ্যতের জন্য সতর্ক আছি। বর্তমান সরকারের আমলে আমরা ১৪টি ড্রেজার সংযোজন করেছি, আরও ২০টি ড্রেজার সংযোজন করবো। এগুলো এলে আশা করি, আগামীতে আর এ ধরনের সমস্যা হবে না। আমাদের ২৬ ইঞ্চি নয়টি ড্রেজার শিগগিরই আসছে। তাই আশা করি, শুধু এই রুটে নয়, দেশের সব নৌরুটের নাব্য আমরা ফিরিয়ে আনতে পারবো।  

এসময় বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ’র শীর্ষ কর্মকর্তারা ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোবাশ্বের আলম, ট্রাফিক ইন্সপেক্টর উত্তম কুমার শর্মা, লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাহার বেপারিসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।