ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে বৈদ্যুতিক খুঁটির চাপায় বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
নীলফামারীতে বৈদ্যুতিক খুঁটির চাপায় বৃদ্ধের মৃত্যু

নীলফামারী: নীলফামারীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বৈদ্যুতিক খুঁটির চাপায় আমির আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের আনছার ভিডিপি ক্যাম্পের অদূরে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আমির আলী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের চৌধুরীপড়া গ্রামের বাসিন্দা।

আমির আলীর জামাই আমিনুর রহমান বাংলানিউজকে জানান, বেলা ১১টার দিকে বাড়ি থেকে আমির উদ্দিন জেলা শহরের জজ কোর্ট এলাকায় যাচ্ছিলেন। এসময় রাস্তার পাশের একটি খুঁটি তারের ওপর এসে পড়ে। এতে তিনি গুরুতর অাহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ আমির আলীর মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।