ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

খুলনা: ঈদুল আজহার আগেই বকেয়া মজুরি ও বোনাস দেওয়ার সিদ্ধান্ত হওয়ায় রাজপথ-রেলপথ অবরোধের কর্মসূচি প্রত্যাহার করেছেন খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা।

শনিবার (১৮ আগস্ট) দুপুরে খুলনা সার্কিট হাউজ কক্ষে প্রশাসন, জনপ্রতিনিধি, বিজেএমসি ও পাটকল শ্রমিকদের সমন্বয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

এরআগে শুক্রবার (১৭ আগস্ট) খালিশপুরে শ্রমিক জনসভায় বকেয়া পরিশোধের দাবিতে রাজপথ-রেলপথ অবরোধসহ চার দিনের কর্মসূচি ঘোষনা দেয় শ্রমিকরা।

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ পরিষদের কার্যকরী আহ্বায়ক মো. সোহরাব হোসেন বাংলানিউজকে বলেন, বৈঠকে বিজেএমসি আগের তিন সপ্তাহ মজুরির সঙ্গে আরো তিন সপ্তাহের বকেয়া মজুরিদানের সিদ্ধান্ত নিলে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হয়।

শ্রমিকরা বাংলানিউজকে জানান, পরপর কয়েক সপ্তাহের মজুরি বকেয়া থাকায় শ্রমিকদের মধ্যর অসন্তোষের সৃষ্টি হয়। ফলে পাওনা পরিশোধের দাবিতে বাধ্য হয়ে রাজপথে নামে শ্রমিকরা। ঈদের আগেই পাওনা পরিশোধের সিদ্ধান্ত হওয়ায় আন্দোলন ছেড়ে ঘরে ফিরেছেন তারা।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।