ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেঘনায় ইট বোঝাই ট্রলার ডুবি, ১০ শ্রমিক জীবিত উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
মেঘনায় ইট বোঝাই ট্রলার ডুবি, ১০ শ্রমিক জীবিত উদ্ধার  উদ্ধারকৃত শ্রমিকরা

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীর মোহনায় সদরঘাট থেকে বরিশালগামী যাত্রীবাহী গ্রীন লাইন-২ নামে একটি লঞ্চের ঢেউয়ের কবলে পড়ে ইট বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় কোস্টগার্ডের সদস্যরা ১০ শ্রমিককে জীবিত উদ্ধার করেছে।

উদ্ধারকৃত শ্রমিকরা হলো- আব্দুল মান্নান, মো. হারুন, মো. আলমগীর, মো. ইসমাঈল, মো. নূরুল হক, মাঈনউদ্দিন, মো. আবু বক্কর, মো. হাতেম, মো. আমানউল্লাহ, মো. মহিউদ্দিন।  

শনিবার (১৮ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

 

গজারিয়া কোস্টগার্ডের পেটি অফিসার ও স্টেশন কমান্ডার ইব্রাহীম খলিল এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকাল পৌনে ১০টার দিকে ঢেউয়ের কবলে পড়ে ১০ হাজার ইট বোঝাই ট্রলারটি ডুবে যায়। কোস্টগার্ড সদস্যরা এসময় স্পিডবোটের মাধ্যমে ১০ শ্রমিককে জীবিত উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি। তবে এ ঘটনায় কেউ নিখোঁজ নেই।  

বাংলাদেশ সময় ১১৪৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।