ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈকতে গোসলে নেমে ব্র্যাক শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
সৈকতে গোসলে নেমে ব্র্যাক শিক্ষার্থীর মৃত্যু সৈকতে গোসলে নেমে ব্র্যাক শিক্ষার্থীর মৃত্যু (প্রতীকী ছবি)

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইফতেখারুল আলম আবিদ (২৫) নামের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শনিবার (১৮ আগস্ট) সকাল ৮টায় সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

আবিদ ফেনী জেলার ধুলসরদা এলাকার মো. ইউনুছ আলীর ছেলে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল আলম বলেন, বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে যান আবিদ। সকাল ৭টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামেন আবিদ ও তার বন্ধুরা। এক পর্যায়ে পানিতে ডুবে যান তিনি। ট্যুরিস্ট পুলিশ ও সী সেইফ লাইফগার্ডের সদস্যরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, আবিদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
টিটি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।