bangla news

ট্রেনে সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ সেবার লক্ষ্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৮-১৭ ৭:১২:৫১ এএম
রেলমন্ত্রী মুজিবুল হক/ফাইল ছবি

রেলমন্ত্রী মুজিবুল হক/ফাইল ছবি

ঢাকা: রেলপথ মন্ত্রণালয়ের সীমিত সম্পদ দিয়ে যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্য। এ সম্পদ দিয়ে নির্বিঘ্ন যাত্রা ও নিরাপদ যাত্রী সেবা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৭ আগস্ট) বিকেলে কমলাপুর রেলস্টেশনে ঈদ যাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে এ কথা বলেন রেলমন্ত্রী মুজিবুল হক।

রেলমন্ত্রী বলেন, বছরের অন্য সময়ের তুলনায় ঈদের সময় যাত্রীর চাপ অনেক বেড়ে যায়। চারগুণ বেশি যাত্রী চলাচল করে এ সময়। তারপরও আমাদের সীমিত সম্পদ দিয়ে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। রেলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।

মুজিবুল হক বলেন, সবসময় আমাদের তদারকির পরও যদি কোনো সমস্যা দেখা দেয় বুঝতে হবে যান্ত্রিক গোলযোগের কারণে হয়েছে। এখানে কর্তৃপক্ষের কারণে কোনো সমস্যা হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন রেল সচিব মোফাজ্জল হোসেন, রেলের মহাপরিচালক আমজাদ হোসেন, কমলাপুর স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী প্রমুখ।

এদিকে শুক্রবার যাত্রী ওঠানামা ও বিলম্বে আসার কারণে স্টেশন থেকে দেরিতে ছেড়ে গেছে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ও চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় পৌনে একঘণ্টা দেরিতে কমলাপুর ছেড়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস সকাল সাড়ে ৭টায় ছাড়ার কথা থাকলেও সোয়া ঘণ্টা দেরিতে কমলাপুর ছাড়ে। এছাড়া চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় ছাড়ার কথা থাকলেও সোয়া ঘণ্টা দেরিতে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

কমলাপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, শুক্রবার মোট ৬৬টি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। এর মধ্যে ৩১টি আন্তঃনগর বাকি ৩৫টি ট্রেন লোকাল ও মেইল সার্ভিস। এরইমধ্যে (বিকেল ৪টা পর্যন্ত) ৩২টি ট্রেন কমলাপুর ছেড়ে গেছে। 

অন্যদিকে বিনা টিকিটে কমলাপুর স্টেশনের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে স্টেশনে রয়েছেন র‌্যাব, পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থার সদস্যসহ আনসার সদস্যরা। পাশাপাশি যাত্রীদের তথ্য দিয়ে সহযোগিতা করছেন রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
ইএআর/জেডএস

ক্লিক করুন, আরো পড়ুন :   ট্রেন সার্ভিস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-08-17 07:12:51