ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রীনগরে নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
শ্রীনগরে নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান

মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।

বুধবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বীরতারা ইউনিয়নের একটি বাড়িতে গ্যাসের সন্ধান পাওয়া যায়। বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত গ্যাস অনবরত বের হচ্ছে।

বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিম খান বাংলানিউজকে জানান, মুরগির ফার্মের জন্য একটি নলকূপ বসানোর কাজ চলছিল। ১৬৫ ফুট মাটির নিচে পাইপ যাওয়ার পর সেখান থেকে গ্যাস বের হওয়া শুরু হয়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে চারদিকে নিরাপত্তা দেওয়া হচ্ছে।

শ্রীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, এটাকে মূলত প্যাকেট গ্যাস বলা যায়। যেটা ২-১ দিন বুদবুদ আকারে বের হয়ে আবার শেষ হয়ে যায়। পেট্রোবাংলাকে বিষয়টি জানানো হয়েছে। এটি পর্যাবেক্ষণে রাখা হয়েছে, যদি গ্যাসের গতি বৃদ্ধি পায় তাহলে পেট্রোবাংলা ঘটনাস্থল পরিদর্শন করবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।