ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বকেয়া বেতনের দাবিতে জামালপুরে জুটমিল শ্রমিকদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
বকেয়া বেতনের দাবিতে জামালপুরে জুটমিল শ্রমিকদের বিক্ষোভ বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সড়ক অবোরধ করে বিক্ষোভ করছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আলহাজ জুটমিলের শ্রমিকরা। ছবি: বাংলানিউজ

জামালপুর: বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আলহাজ জুটমিলের শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকাল ১০টা থেকে মিলের এক হাজারেরও বেশি শ্রমিক মিলের গেটে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন৷ পরে তারা মিছিল নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। জামালপুর-সরিষাবাড়ী-তারাকান্দি প্রধান সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রেখেছেন তারা৷

দুপুর দেড়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ চলছিল৷ এতে জেলার প্রধান সড়কে সব ধরনের যানবাহন ও যমুনা সার কারখানার পরিবহন চলাচল বন্ধ রয়েছে৷ এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷

আলহাজ জুটমিল সিবিএ’র সাধারণ সম্পাদক জাহিদুর রহমান বাংলানিউজকে বলেন, কর্তৃপক্ষ পূর্ব ঘোষণা ছাড়াই বকেয়া পরিশোধ ও নতুন কর্মসংস্থানের ব্যবস্থা না করে গত ২১ জুলাই মিলটি বন্ধ করেছে।

যা শ্রম আইনের স্পষ্ট লঙ্ঘন। শ্রমিক-কর্মচারীদের বেতন ও ঈদ বোনাস মিলে প্রায় ৯০ লাখ টাকা বকেয়া পড়ে আছে৷ মিলটি চালুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত না হলেও ঈদের আগে অন্তত বকেয়া পরিশোধের দাবি করেছি৷ কিন্তু কর্তৃপক্ষ কোনো সাড়া দিচ্ছে না। এতে মিলের ওপর নির্ভরশীল শ্রমিক-কর্মচারীরা হতাশ।  রাস্তায় বসে বিক্ষোভ করছেন নারী শ্রমিকরা।  ছবি: বাংলানিউজ

সন্তোষজনক আশ্বাস না পেলে বিকেলে ঢাকা-সরিষাবাড়ী-তারাকান্দি ও ময়মনসিংহ-বঙ্গবন্ধু সেতু রেলপথ অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে বলেও তিনি জানান৷

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে৷

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।