ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে পুলিশের অভিযানে আটক ১৮ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
মেহেরপুরে পুলিশের অভিযানে আটক ১৮ 

মেহেরপুর: বিশেষ ও মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলায় ১৮ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১১ জন আদালতের পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। এসময় মদ, গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা জব্দ করা হয়েছে।
 

এসব ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

বুধবার (১৫ আগস্ট) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১৬ আগস্ট) ভোর পর্যন্ত জেলার সদর, গাংনী ও মুজিবনগরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক টিম অভিযান চালিয়ে এসব আসামিদের আটক করে।

পুলিশ সুপারের কন্ট্রোল রুম এতথ্য নিশ্চিত করেছে।
এদের মধ্যে জিআর মামলায় ৫ জন, সিআর মামলায় ৫ জন, নিয়মিত মামলায় ১ জন আসামি রয়েছে।

সদর থানা পুলিশ ২ বোতল ফেনসিডিল, ৩০ গ্রাম গাঁজা, ১ লিটার চোলাই মদ, গাংনী থানা পুলিশ ৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উদ্ধার করেছে ৫ বোতল ফেনসিডিল।
আসামিদের সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন কন্ট্রোল রুম সুত্র।

বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।