bangla news

কিশোরগঞ্জে অপহরণ চক্রের সদস্য আটক, ভিকটিম উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৮-১৫ ৪:৩৫:৪০ পিএম
আটক দিপ্ত বসাক

আটক দিপ্ত বসাক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে দিপ্ত বসাক (২২) নামে অপহরণ চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এসময় ভিকটিম মো. সাদ্দাম হোসেনকে (২৫) উদ্ধার করা হয়। 

বুধবার (১৫ আগস্ট) দিনগত রাতে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক ও কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট এম শোভন খান এ তথ্য জানান।
 
এর আগে সন্ধ্যায় কিশোরগঞ্জ স্টেশনরোড এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক দিপ্ত বসাক (২২) কিশোরগঞ্জ শহরের বত্রিশ (বসাক নিকেতন রোড) এলাকার মদন বসাকের ছেলে।

উদ্ধার হওয়া মো. সাদ্দাম হোসেন (২৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইলের নারায়ণপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে।

সহকারী পরিচালক ও কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট এম শোভন খান বাংলানিউজকে জানান, বুধবার (১৫ আগস্ট) সকালে কিশোরগঞ্জ শহরে কেনাকাটা করতে আসে সাদ্দাম। অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় দুপুরে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে শহরের খরমপট্টি এলাকায় তাকে দিপ্ত ও তার সহযোগী শিশির, অজয় অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। 

পরে তার কাছে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে সন্ধ্যায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা দিপ্তকে আটক করে। 

এ ঘটনায় আটক দিপ্ত বসাকসহ অন্য আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময় : ০২৩১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   কিশোরগঞ্জ অপহরণ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2018-08-15 16:35:40