ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত ৮ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
নারায়ণগঞ্জে বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত ৮ 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের জামতলা এলাকায় বেপরোয়া গাড়ির ধাক্কায় ৮ জন আহত হয়েছেন। এসময় গাড়ির ধাক্কায় ৪টি রিকশা ধুমড়ে মুচড়ে যায়।

বুধবার (১৫ আগস্ট) রাত পৌনে ১০টায় শহরের জামতলা হিরা কমিউনিটি সেন্টারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

ঘটনার পর উত্তেজিত জনতা বেপরোয়া গাড়িটিকে ধাওয়া করে ঈদগাহের সামনে আটক করলেও চালক পালিয়ে যায়।

পরে গাড়িটি ভাঙচুর করে জনতা।  

আহতদের মধ্যে ৬ জনকে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরা হলেন- লালু মিয়া (২৮), রুহুল আমিন (৩০), এসএম সামিউল ইসলাম (২২), রাসেল (২৮), রাসেলের স্ত্রী বৃষ্টি (২৫) ও রাসেলের ভাতিজি চাঁদনী (১০)।  

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) দিদার বাংলানিউজকে জানান, জামতলায় ৪টি রিকশাকে দুমড়ে মুচড়ে দিয়ে দ্রুতবেগে চলে যায় একটি প্রিমিও প্রাইভেটকার। এসময় রিকশাচালকসহ ৮ জন আহত হয়। পরে স্থানীয়রা ধাওয়া করলে জামতলা ঈদগাহের কাছে গাড়িটি রেখে দৌড়ে পালিয়ে যায় চালক। গাড়িটির কোনো নম্বর প্লেট ছিল না।

তিনি আরো জানান, গাড়িটি হয়তো কোনো ওয়ার্কশপ থেকে নেওয়া হয়েছে অথবা নতুন কেনা। ভেতরে কোনো কাগজপত্রও পাওয়া যায়নি। গাড়িটির মালিকের খোঁজ ও চালককে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।