ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চুনারুঘাটে মাটিচাপা পড়ে ২ নারী শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
চুনারুঘাটে মাটিচাপা পড়ে ২ নারী শ্রমিকের মৃত্যু ধসে পড়া টিলা। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে মাটিচাপা পড়ে ২ চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

বুধবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার চাকলাপুঞ্জি চা বাগান এলাকার পাহাড়ি টিলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার খোকন মালের স্ত্রী আন্দিনী মাল (২২) ও একই এলাকার মঙ্গল সাঁওতালের স্ত্রী বিষকা সাঁওতাল (২৫)।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈন উদ্দিন ইকবাল বাংলানিউজকে জানান, বুধবার দুপুরে ওই এলাকার বেশ কয়েকজন চা শ্রমিক মাটি সংগ্রহের জন্য পাহাড়ি টিলায় যান। টিলার নিচের দিক কেটে গর্ত করে মাটি নিচ্ছিলেন তারা। এক পর্যায়ে টিলার উপরের দিকের মাটি ধসে তাদের গায়ের উপরে পড়ে। এ সময় ঘটনাস্থলেই ওই দুই নারী শ্রমিকের মৃত্যু হয়। আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে স্থানীয় লোকজন। রাতে নিহতদের অন্তষ্টিক্রিয়া শেষ হয়েছে।  

ইউএনও ও চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত দুইজনের পরিবারকে ১৫ হাজার করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।