bangla news

সুন্দরবনে বন্দুকযুদ্ধে দস্যু নিহত, ২৩ জেলে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৮-১৫ ৪:৩০:০৭ এএম
প্রতীকী

প্রতীকী

সাতক্ষীরা: সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে র‌্যাব-৬ এর সঙ্গে বন্দুকযুদ্ধে বনদুস্য আল-আমিন বাহিনীর সদস্য বাবু নিহত হয়েছেন। এ সময় উদ্ধার করা হয়েছে অপহৃত ২৩ জেলেকে। 

বুধবার (১৫ আগস্ট) সুন্দরবনের কয়রা অংশের শিবসা নদীর মার্কি খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় সাতটি জেলে নৌকা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর অফিসার লেফটেন্যান্ট কমান্ডার জাহিদ বাংলানিউজকে জানান, ভোরে মার্কি খালে বনদস্যু আল-আমিন বাহিনীর হাতে জিম্মি জেলেদের উদ্ধারে অভিযান শুরু করে র‌্যাবের একটি দল। বিকেল পর্যন্ত চলা এ অভিযানে বাবু নামে এক দস্যু নিহত হন। এসময় ২৩ জেলেকে উদ্ধার ও বেশকিছু অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
 

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮/আপডেট: ১৫৪২ ঘণ্টা
এসআই

ক্লিক করুন, আরো পড়ুন :   সুন্দরবন র‌্যাব সাতক্ষীরা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-08-15 04:30:07