bangla news

৭ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৮-১৪ ১১:২৪:০৫ পিএম
ফাইল ফটো

ফাইল ফটো

মুন্সিগঞ্জ: সাত ঘণ্টা পর দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে নৌরুটে ছয়টি কে-টাইপ ও তিনটি মিডিয়াম ফেরিতে চলছে গাড়ি ও যাত্রী পারাপার।

বুধবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার (১৪ আগস্ট) রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।

বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাট উপ-মহা ব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, নৌরুটে নাব্য সংকটের কারণে মঙ্গলবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। ভোর সকাল সাড়ে ৫টার দিকে ৯টি ফেরি চলাচল করছে। ধারণ ক্ষমতার কম যানবাহন নিয়ে ফেরিগুলো চলছে।

মাওয়া পুলিশ ফাঁড়ির ট্রাফিক ইন্সপেক্টর মো. সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, ঘাট এলাকায় দুই শতাধিক গাড়ি পারের অপেক্ষায় ছিল। ফেরি চলাচল শুরু হওয়ায় অপেক্ষারত গাড়ির সংখ্যা ধীরে ধীরে কমছে।   

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এসআই

ক্লিক করুন, আরো পড়ুন :   ফেরি পারাপার মুন্সিগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2018-08-14 23:24:05