[x]
[x]
ঢাকা, রবিবার, ৪ ফাল্গুন ১৪২৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৯
bangla news

১৫ আগস্টের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৮-১৪ ৯:৩৬:৪৮ পিএম
১৫ আগস্টের নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা (ফাইল ছবি)

১৫ আগস্টের নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা (ফাইল ছবি)

বনানী থেকে: রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে বোন শেখ রেহানাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী। এরপর শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এর আগে জাতীয় শোক দিবসের কর্মসূচির শুরুতে সকাল সাড়ে ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। তিনি হেলিকপ্টারে টুঙ্গিপাড়া যাবেন। 

সকাল ১০টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পণ, সশস্ত্র বাহিনী কর্তৃক অনার গার্ড প্রদান এবং মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সকাল ১১টায় প্রধানমন্ত্রী সেখানে বঙ্গবন্ধুর মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিলে অংশ নেবেন।

টুঙ্গিপাড়ার কর্মসূচির শেষ করে দুপুরে ঢাকায় ফিরে আসবেন প্রধানমন্ত্রী।

বাদ আছর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত মিলাদ মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দেবেন বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮/আপডেট: ০৮০৭ ঘণ্টা
এমইউএম/আরআর

ক্লিক করুন, আরো পড়ুন :   বঙ্গবন্ধু ১৫ আগস্ট
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache