ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিমলায় পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
ডিমলায় পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীর বিধৌত টেপাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি গ্রামের একটি পুকুর থেকে রেনু বেগম (৫৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এদিকে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর স্বামী, দুই ছেলে ও পুত্রবধূকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে তাদের পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল।

নিহত রেনু বেগম ওই গ্রামের জামাল মিয়ার স্ত্রী ও তিন সন্তানের জননী। তিনি তার স্বামী জামাল মিয়া, বড় ছেলে মিলন (৩৫) এবং ছোট ছেলে রুবেল (৩০) ও রুবেলের স্ত্রী শাহনাজ বেগম (২২) একই বাড়িতে থাকতো। তাদের ভাষ্যমতে রেনু বেগম মানসিক ভারসাম্যহীন।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান জানান, ঘটনাটি রহস্যজনক হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ওই পরিবারের চারজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad