ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে আটক ৪৬ মাদকসেবীকে সাজা-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
রাজধানীতে আটক ৪৬ মাদকসেবীকে সাজা-জরিমানা

ঢাকা: রাজধানীর মিরপুর, দারুসসালাম ও শাহআলী থানায় ‘মাদকবিরোধী’ অভিযানে ৪৬ জন মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান।

তিনি জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ অভিযানে মোট ৪৬জন মাদকসেবীকে আটক করা হয়। এদের মধ্যে ৩৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এছাড়া ১১ জনকে মোট ৪৮ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে ও একজন প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।