ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে ২৩৫ বস্তা ভিজিএফ’র চাল জব্দ, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
জয়পুরহাটে ২৩৫ বস্তা ভিজিএফ’র চাল জব্দ, আটক ১ জব্দ করা চাল। ছবি-বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই ও পাঁচবিবি উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ২৩৫ বস্তা ভিজিএফ’র চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

এ সময় অবৈধভাবে চাল রাখার ঘটনায় কালাই উপজেলার বালাইট গ্রামের ব্যবসায়ী আবুল কাশেমের স্ত্রীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ আগস্ট) সকালে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফাজ উদ্দীন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালাইট গ্রামের ব্যবসায়ী আবুল কাশেমের বাড়িতে অভিযান চালানো হয়।

ওই সময় তার গুদাম ঘর থেকে আসন্ন ঈদ উপলক্ষে হতদরিদ্রদের জন্য দেওয়া সরকারের ভিজিএফ’র (ভালনারেবল গ্রুপ ফিডিং) ৯৫ বস্তা চাল উদ্ধার করা হয়। চালগুলো ছিল পার্শ্ববর্তী ক্ষেতলাল পৌরসভার।

ইউএনও আরো জানান, এ ঘটনায় কালাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ব্যবসায়ী আবুল কাশেমকে না পেয়ে তার স্ত্রী শান্তনা বেগমকে আটক করা হয়েছে।

অন্যদিকে, একই রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ থেকে হিসাব বহির্ভূত ১৪০ বস্তা ভিজিএফ চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।