ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
বরিশালে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

বরিশাল: বরিশালে মাদক মামলায় রেজাউল হাসান নামে এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৩ আগস্ট) বরিশালের ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

রেজাউল হাসান বরিশাল নগরের কেডিসি বালুর মাঠ এলাকার জামাল মীরের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১ ডিসেম্বর রেজাউলের ঘরে অভিযান চালিয়ে ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করে র‌্যাব-৮ এর একটি দল। এ ঘটনায় ওই দিনই র‌্যাবের ডিএডি মশিউর রহমান বাদি হয়ে রেজাউলের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের ২০১৫ সালের ৬ জানুয়ারি রেজাউলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। মামলায় ১১ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ০৪১৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।