ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ছেলে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
ঠাকুরগাঁওয়ে ছেলে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁও: জমির লোভে শিশুপুত্র মনছুর আলীকে হত্যার দায়ে মুসা আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৩ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবিএম তারিকুল কবির এ রায় দেন। মুসা আলীর বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার লাউথুতি গ্রামে।

 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মুসার বাবা মুসার শিশুপুত্র মনসুর আলীকে ২০ শতক জমি লিখে দেন। পরে মুসা ছেলের কাছ থেকে ওই জমি নিজের নামে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ২০১২ সালে ১৮ নভেম্বর ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় মুসার বিরুদ্ধে থানায় মামলা করা হয়। তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। বাদির অভিযোগ, পুলিশের চার্জশিট এবং সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় সোমবার এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।