bangla news

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৮-১২ ১১:২৮:৪৪ পিএম
ফেরি চলাচল বন্ধ

ফেরি চলাচল বন্ধ

মুন্সিগঞ্জ: নাব্যতা সংকটের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। 

সোমবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকট দেখা দেওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। 

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, সকাল থেকে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফেরি চালানোর জন্য উপযোগী গভীরতা চ্যানেলে নেই। তাই চলাচল বন্ধ রাখা হেয়েছে। বিকল্প চ্যানেলের পর এবার মূল চ্যানেলের সরাসরি রুটটিও বন্ধ। 

ফেরি চালাতে চ্যানেলে ৭ ফুট গভীরতা প্রয়োজন, বর্তমানে সেখানে গভীরতা রয়েছে সাড়ে ৩ ফুট। 

ঘাট এলাকায় বর্তমানে ৩ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে, যার মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি আছে। 

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮ 
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   ফেরি পারাপার মুন্সিগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2018-08-12 23:28:44