[x]
[x]
ঢাকা, রবিবার, ৫ কার্তিক ১৪২৫, ২১ অক্টোবর ২০১৮
bangla news

বেবিচক প্রধান প্রকৌশলীকে দুদকের তলব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৮-১২ ১২:০৪:১৬ পিএম
দুর্নীতি দমন কমিশন (দুদক)

দুর্নীতি দমন কমিশন (দুদক)

ঢাকা: উন্নয়নমূলক বিভিন্ন কাজে দুর্নীতি করার অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামীকে জিজ্ঞাসাবাদেরর জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১২ আগস্ট) দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। সুধেন্দু বিকাশকে ১৬ আগস্ট হাজির হতে বলেছে দুদক।

এর আগে চলতি বছরের ১২ জুন সুধেন্দুকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের দুই সহকারী পরিচালক খায়রুল হক ও আ. সালাম আলী মোল্লা। এরও আগে গত বছরের ১৯ অক্টোবর ঘুষ নেওয়ার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল দুদক।

সুধেন্দুর বিরুদ্ধে এ অভিযোগের তদন্ত কর্মকর্তা হিসেবে আছেন দুদকের পরিচালক ফরিদুর রহমান।

সুধেন্দুর বিরুদ্ধে সিভিল অ্যাভিয়েশনের মেইনটেনেন্স, কনস্ট্রাকশন, কেনাকাটা ও ফান্ড ম্যানেজমেন্টে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
আরএম/টিএ

ক্লিক করুন, আরো পড়ুন :   দুদক দুর্নীতি
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db