ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে ২১৭৯ যানবাহনে মামলা, আটক ৭২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
মানিকগঞ্জে ২১৭৯ যানবাহনে মামলা, আটক ৭২

মানিকগঞ্জ: ট্রাফিক সপ্তাহের সাতদিনে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে ২১৭৯টি যানবাহনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৭২টি যানবাহন আটক করেছে পুলিশ।

শনিবার (১১ আগস্ট) বিকেলে মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) রিফাত রহমান শামীম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, ট্রাফিক সপ্তাহের পরেও একইভাবে এ অভিযান চলমান থাকবে।

আটক যানবাহনগুলোর প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারলে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো মালিকদের কাছে দিয়ে দেওয়া হবে।

সপ্তাহব্যাপী মামলা দেওয়া যানবাহনের মধ্যে মোটরসাইকেল ১২৬০টি, যাত্রীবাহী বাস ২৯১টি, পণ্যবাহী ট্রাক ৩৫৪টি এবং পিকআপের সংখ্যা ১৯৭টি। এছাড়াও বেশ কিছু প্রাইভেটকার, ইজিবাইক, হ্যালোবাইক, অটোরিকশা, কাভারভ্যান ও মাইক্রোবাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
কেএসএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।