ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ ফেরি চলাচল বন্ধ। ফাইল ফটো

মুন্সিগঞ্জ: নাব্যতা সংকটের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

শনিবার (১১ আগস্ট) বিকেল ৫টার দিকে লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকট দেখা দেওয়ায় ফেরি বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বাংলানিউজকে জানান, লৌহজং টার্নিং পয়েন্টে বিআইডব্লিউটিএ’র ড্রেজিং চলছিল।

বিকেলের দিকে যখন ড্রেজারগুলো সরনো হয় তখন এই সমস্যা দেখা দেয়। ফেরি চালানোর জন্য সাড়ে সাত ফুট গভীরতা দরকার। কিন্তু বর্তমানে আছে ৪-৫ ফুট। বর্তমানে এ নৌরুটে ১৬টি ফেরি বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।