ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পাকুন্দিয়ায় ভুয়া সাংবাদিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
পাকুন্দিয়ায় ভুয়া সাংবাদিক আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মো. মেনু মিয়া (৩০) নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ আগস্ট) তাকে আটক পুলিশে দেয় স্থানীয়রা। শনিবার (১১ আগস্ট) বিকেলে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়।

আটক মো. মেনু মিয়া পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের শহর আলীর ছেলে। তিনি নিজেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র সাংবাদিক পরিচয় দিতেন।  

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বাংলানিউজকে জানান, বিদ্যুতের মিটার ও সংযোগের নামে বাহাদিয়া গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় মেনু মিয়া। পরে তিনি এলাকা থেকে লাপাত্তা হয়ে যান। শুক্রবার বিকেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
  
এসময় মেনু মিয়া নিজেকে সাংবাদিক বলে দাবি করেন। পুলিশ তার পরিচয়পত্র দেখতে চাইলে তিনি পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। তার বিরুদ্ধে থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।