ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভৈরবে নবজাতক চুরি সন্দেহে ২ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
ভৈরবে নবজাতক চুরি সন্দেহে ২ নারী আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় নবজাতক চুরি সন্দেহে দুই নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ আগস্ট) দুপুরে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।  

আটকরা হলেন- নরসিংদী জেলার বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের আজিজ খানের মেয়ে পিয়ারা বেগম (৩৮) ও তার স্ত্রী হোসনে আরা বেগম (৬০)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ আগস্ট) ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেঘলা বেগম নামে এক গৃহবধূর নবজাতক শিশুর জন্ম হয়। আজ দুপুরে নবজাতকের মায়ের বেডের সামনে বার বার ঘুরাঘুরি করতে থাকেন পিয়ারা ও হোসনে আরা নামে ওই দুই নারী। এনিয়ে নবজাতক চুরির সন্দেহে তাদের আটক করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি ভৈরব থানাকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নবজাতক চুরি সন্দেহে আটক দুই নারীকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে।
  
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।