[x]
[x]
ঢাকা, বুধবার, ৮ কার্তিক ১৪২৫, ২৪ অক্টোবর ২০১৮
bangla news

তেরখাদায় অস্ত্র-ইয়াবাসহ নারী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৮-১১ ৩:৩৯:১৭ এএম
উদ্ধার হওয়া অস্ত্র-গুলি। ছবি: বাংলানিউজ

উদ্ধার হওয়া অস্ত্র-গুলি। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনার তেরখাদা উপজেলা থেকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ শাহীনা পারভীন (৩০) নামে এক নারীকে আটক করা হয়েছে।

শনিবার (১১ আগস্ট) সকাল ৯টায় উপজেলার নলিয়ারচর গ্রামের শাহীনার নিজ বাড়িতে অভিযান চালিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা তাকে আটক করেন।

আটক শাহীনা পারভীন তেরখাদা উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর ছোট ভাই রকিবউদ্দিন বিশ্বাসের স্ত্রী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক রাশেদুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান শরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর ছোট ভাই রকিবউদ্দিন বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে রকিবউদ্দিন বিশ্বাস ও তার সহযোগী বুলবুল মোল্লা পালিয়ে যায়। এ সময় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, চাপাতিসহ বিভিন্ন সাইজের চারটি রাম দা, ৩৫ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ রকিবের স্ত্রী শাহীনা পারভীনকে আটক করা হয়।

এ ঘটনায় তেরখাদা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
এমআরএম/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   আটক মাদক
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache